লকডাউনে কঠোর অবস্থানে খুলনা প্রশাসন, উদাসীন জনগণ
করোনা সংক্রমণ রোধে আজ শুক্রবার সকাল থেকে সাত দিন খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা লকডাউনের আওতায় আনা হয়েছে। দোকানপাট, শপিংমল বন্ধ ও জনসমাগম না করার পাশাপাশি স্বাস্থ্যবিধি পালনে কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে খুলনা প্রশাসন। তবে লকডাউন পালনে উদাসীন সাধারণ জনগণ।
লকডাউনের আওতায় নেওয়া এলাকাগুলো হচ্ছে খুলনা সদর থানা, সোনাডাঙ্গা মডেল থানা এবং খালিশপুর থানা। এ ছাড়া জেলার রুপসা উপজেলায় একইভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে মাস্ক ছাড়া চলাচল নিষিদ্ধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
আজ সকালে খুলনার লকডাউন দেওয়া তিন থানা এলাকা ঘুরে দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কম। বাস, ইজিবাইকে মাস্ক ছাড়াই যাত্রী চলাচল করতে দেখা গেছে।
এদিকে, গতকাল খুলনাতে করোনা পরীক্ষা করেছেন ৩৪৩ জন। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১০২ জনের। যার মধ্যে খুলনা মহানগরীর ২২৬ জনের মধ্যে পজিটিভ ৭২ জন।
জেলার ১০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে গতকাল থেকেই রোগীর সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।