লকডাউন না দিতে আহ্বান জানালেন এফবিসিসিআই সভাপতি
লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আজ বুধবার এফবিসিসিআই এর সভাপতি এ আহ্বান জানান।
মো. জসিম উদ্দিন বলেন, গত বছর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার কারণে আমাদের রপ্তানি বেড়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যেও আমরা জিডিপির ৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। অথচ আমাদের প্রতিবেশী দেশ ভারতসহ পৃথিবীর অনেক দেশে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
এফবিসিসিআই সভাপতি বলেন, লকডাউনের কারণে ব্যবসার ক্ষতি হচ্ছে। এ কারণে বিশ্বের কোনো দেশ এখন লকডাউন দিচ্ছে না। গত বছর করোনায় প্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্রমিকরা চাকরি ছেড়ে বাড়ি চলে গেছেন। ১৩ থেকে ১৪ দিন পর পোশাক কারখানা খুলে দেওয়া হলেও শ্রমিকরা বাড়ি থেকে আর ফিরে আসতে পারেননি। সুতরাং লকডাউনেই সমাধান নয়।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।