লকডাউন নয়, কঠোর স্বাস্থ্যবিধির সিদ্ধান্ত নাটোরে
বিশেষ লকডাউনের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নাটোরের প্রশাসন। জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে আজ মঙ্গলবার দুপুরে তাঁর সভাকক্ষে করোনা প্রতিরোধ কমিটির বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘ দুই ঘণ্টা বৈঠকের পর লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নসহ নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে শয্যা সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনা সংক্রমণ আবারও বেড়ে শতকরা ৫৩ ভাগে উঠে যাওয়ায় জেলা পুলিশ আজ সকাল থেকেই কঠোর অবস্থান নিয়ে মাঠে নামে। শহরের প্রধান প্রধান সড়কসহ গলি পথগুলোতেও অবস্থান নিয়ে অবাধ চলাচল সীমিত করে দেয় পুলিশ।
গত দুদিনের তুলনায় নাটোরে হঠাৎ করেই লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শতকরা হার ৫৩ ভাগে উঠে গেছে। গত দুদিনে যা ছিল ২৫ ভাগের মধ্যে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল সোমবার নাটোর জেলার ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এদিকে হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। নাটোর সদর হাসপাতালে করোনা ইউনিটের ৩১টি বেডের সবই রোগীতে পূর্ণ। স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন।