লকডাউন : র্যাবের অভিযানে ৪৩৮ জনকে চার লাখ টাকা জরিমানা
চলমান সাতদিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় সারা দেশে ৪৩৮ জনকে চার লাখ টাকার বেশি জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৫৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
আজ রোববার সন্ধ্যায় র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
ইমরান খান বলেন, শনিবার বিধিনিষেধ বাস্তবায়নে সারা দেশে র্যাবের ১৮৭টি টহল ও ২১১টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনাপ্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যবিধি চলতে উদ্বুদ্ধ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকারঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
র্যাব কর্মকর্তা আরও বলেন, র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিধিনিষেধ অমান্য করায় দেশব্যাপী পরিচালিত ৫৬টি ভ্রাম্যমাণ আদালতে ৪৩৮ জনকে দুই লাখ চার হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।