লক্ষ্মীপুরে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুইই মিলে। মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ স্লোগানে লক্ষ্মীপুর মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ফিতা কেটে নতুন একটি প্রশিক্ষণ গাড়ির কার্যক্রম উদ্বোধন হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাবেক অতিরিক্ত মহাপরিচালক শামছুল আমিন, প্রকৌশলী কেএসএম জাহাঙ্গির ও পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন ভূঁইয়া প্রমুখ।
জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেইফ এবং জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর যৌথ পরিচালনায় লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজন করে। প্রশিক্ষণে দুই ব্যাচে ৪০ জন করে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবে।