লাইফ সাপোর্টে হান্নান শাহ’র স্ত্রী
বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ’র স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানাকে (৭৩) সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। উচ্চ রক্তচাপের কারণে গত বৃহস্পতিবার তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহর স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানাকে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে লাইফ সাপোটে রাখা হয়েছে। উনার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’