লাকসামে তরিকত ফেডারেশনের মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা
কুমিল্লার লাকসামে তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধা দেওয়ায় তাকে ওই এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আজ শুক্রবার বিকেলে লাকসামের গোবিন্দপুরের দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের সামনে স্থানীয় জনগণ সমাবেশ থেকে এ ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের তত্ত্বাবধায়ক সৈয়দ মনজুর আলম পারভেজ, মোহনপুর দরবার শরীফের প্রতিনিধি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের লাকসাম উপজেলা সভাপতি এম এ তাহের, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল হোসেন হেলালি, পৌর সাধারণ সম্পাদক জাফর আহমদ ইসলাহী, সৈয়দ মোহন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মশিউর রহমান প্রমুখ।