লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৩
রাজধানীর গুলশান থেকে মুন অটোমোবাইলস্ প্রতিষ্ঠানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারকচক্রের মূলহোতা হারুনুর রউফ খান মজলিস ওরফে মুনসহ (৪২) দুজনকে আটক করেছে র্যাব-১।
আজ বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ।
নোমান আহমদ বলেন, আটক হওয়া ব্যক্তিরা বহুল প্রচলিত অনলাইন শপ বিক্রয় ডটকম ও ফেসবুকের মাধ্যমে মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ নানা পণ্যের লোভনীয় বিজ্ঞাপন দিতেন। কিন্তু, টাকা নিয়ে আর পণ্য দিতেন না।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে জানিয়ে নোমান আহমদ বলেন, তারা দীর্ঘদিন এ কাজ করে আসছিলেন। করোনাকালের শুরু থেকে তারা মানুষ ঠকিয়ে যাচ্ছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।