লালন স্মরণোৎসবের অনুষ্ঠান বাতিল
দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসবের অনুষ্ঠান বাতিল করেছে প্রশাসন। একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসন জানিয়েছে, দিনকে দিন করোনার প্রদুর্ভাব বাড়ছে। জেলায় ৯১ জন মানুষ করোনায় মারা গেছে। অনেকেই আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। তাই দোলপূর্ণিমার তিথিতে লালন স্মরণোৎসব করা হলে প্রচুর লোকের সমাগম হতে পারে। এতে করে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। তাই গত ১ মার্চ লালন একাডেমির এডহক কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অনুষ্ঠান না করার বিষয়ে মত দেন সবাই।
সবার সিদ্ধান্ত মতে বিশাল জনসমাগম অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় লালন স্মরণোৎসব উদযাপন করা সম্ভব হচ্ছে না বলে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গত বছরও লালন ফকিরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করে একাডেমি।
উল্লেখ্য, প্রতি বছর দোলপূর্ণিমার তিথিতে লালনের স্মরণে তিন দিনের অনুষ্ঠান করে থাকে একাডেমি। মার্চের শেষ দিকে এ বছরের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে হাজার হাজার বাউল, ফকির আর দর্শনার্থীরা অংশ নিয়ে থাকে।