লিচুগাছ থেকে পড়ে কলেজছাত্র নিহত
বাড়ির গাছের লিচু পাড়তে গিয়ে ডাল ভেঙে মাটিতে পড়ে প্রাণ হারিয়েছে এক কলেজছাত্র। গতকাল শনিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে।
নিহত কলেজছাত্র শাহরিয়ার ইসলাম (১৭) কালিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন এবং ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্র জানিয়েছে, লিচু পাড়ার জন্য শাহরিয়ার গাছে ওঠেছিল। হঠাৎ সে ডাল ভেঙে নিচে পড়ে বুকে ও মাথায় মারাত্মক আঘাত পায়। তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং পরে একটি বেসরকারি হাসপাতালে এবং সর্বশেষ শনিবার রাতে খুলনায় নিয়ে যাওয়া হলে তার জীবন রক্ষা করা যায়নি। এ ঘটনায় গণপতি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।