লোহাগাড়ায় ট্রাক-পুলিশ ভ্যান সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হাসান, নায়েক অনুকূল বর্মণ, কনস্টেবল সামাদ ও মান্নান। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে চট্টগ্রামমুখী একটি পুলিশ ভ্যান ও বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশের চার সদস্য ও ট্রাকের চালক গুরুতর আহত হন। ট্রাকচালক গুরুতর আহত হলেও তার নাম ঠিকানা জানা যায়নি।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ রফিকুল ইসলাম জামান বলেন, দুর্ঘটনায় আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, আহত পুলিশ সদস্যরা রেশনের জন্য কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।