লোহাগাড়ায় সাত হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে একটি ট্রাকসহ সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম সুমন বড়ুয়া (৩৯)। তিনি কক্সবাজার উখিয়া রাজাপালং পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রাক থামায়। এরপর ট্রাকটি তল্লাশি করে সাত হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ সকালে আটককৃতকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।