শনাক্তের হার বাড়লে যক্ষ্মা রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব : স্বাস্থ্যমন্ত্রী
যক্ষ্মা রোগী শনাক্তের হার বাড়াতে না পারলে যক্ষ্মা রোগ নির্মূল করা সম্ভব হবে না জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শনাক্তের হার ড়লে যক্ষ্মা রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বছরব্যাপী যক্ষ্মা বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রতিদিন এক লাখ যক্ষ্মা রোগীর মধ্যে গড়ে মারা যায় কমপক্ষে ২৪ জন। যক্ষ্মার কারণে প্রতি বছরে কমপক্ষে ৩৬ হাজার মানুষ মারা যায় জানিয়ে জাহিদ মালেক বলেন, যথাযথ চিকিৎসা নিলে এই রোগ পুরোপুরি নির্মূল হয়ে যায়। তাই রোগ শনাক্ত করা জরুরি জানিয়ে তিনি বলেন, যথাযথ চিকিৎসা নিয়ে দেশে ৯৫ ভাগ মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন।
এর আগে সারা বছর যক্ষ্মা বিষয়ক জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মীদের করণীয় ও যক্ষ্মা নির্মূলে গণমাধ্যমের করণীয় নিয়ে দুটি সেশন আলোচনা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ‘টিবিতে (যক্ষ্মা) আমাদের যথেষ্ট সাফল্য রয়েছে। এখানে আগে প্রতি লক্ষে মৃত্যুবরণ হতো ৫৪ জন, এখন সেটা নেমে এসেছে চব্বিশে। প্রায় ৯৫ পার্সেন্ট লোক সুস্থ হয়ে যায়, যারা চিকিৎসা নিচ্ছে। এখনো অনেক লোক চিকিৎসার বাইরে আছে, যারা শনাক্ত হয় নাই। কাজেই এই শনাক্ত হারটা আমাদের বাড়াতে হবে। তবেই চিকিৎসা দেওয়া যাবে। তবেই টিবি থেকে দেশ মুক্তি লাভ করবে।’