শনিবার সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশ নানকের
আগামীকাল শনিবার ফজরের নামাজ পড়ে সন্ধ্যা পর্যন্ত পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘বিএনপি যদি কোনো জায়গায় হাত দেয়, সেই হাত ভেঙে দিতে হবে, গুঁড়িয়ে দিতে হবে।’ ঢাকাবাসীর উদ্দেশে নানক বলেন, ‘প্রিয় ঢাকাবাসী, আতঙ্কের কারণ নেই। আপনাদের সঙ্গে আমরা আছি।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন নানক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নভেম্বর থেকে ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান আওয়ামী লীগ গ্রহণ করেছিল। বিভিন্ন সংগঠনের সম্মেলন হওয়ার কথা ছিল। নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশে আমরা ছাত্রলীগের সম্মেলন পিছিয়ে দেই। তাদের জন্য উদ্যান খালি করে দিই। বিএনপির সমাবেশের জন্য আমরা সেখানে কিছু রাখিনি। সব সরিয়ে নিয়েছিলাম। কিন্তু তারা সেখানে যেতে চান না।’
নানক আরও বলেন, ‘আ স ম আব্দুর রব, জাফরুল্লাহ চৌধুরী, মান্না, নূরও বিএনপির সঙ্গে মিলেছে। তারা একদলের এক নেতা। তাদের বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে। ওদের একটা মাইর পেন্ডিং আছে। বাড়াবাড়ি করলে সেই মাইর শুরু হয়ে যাবে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সমাবেশের সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।