শরতে স্বস্তির বৃষ্টি
শরৎ মানে সাদা মেঘের ভেলা, কাশফুল। নৈসর্গিক সৌন্দর্য উপভোগ্য হলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। জলবায়ু পরিবর্তনের ফলে শরতের আগের আমেজ আর নেই। হৃদয়ে শুভ্রতা ছড়ালেও শরীরে দাহ।
রাজধানীতে কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর হঠাৎ বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি। আজ সোমবার সকাল থেকে উজ্জ্বল সূর্যকিরণ থাকায় গরমে হাঁসফাঁস করছিল সাধারণ মানুষ। তবে দুপুর আড়াইটার দিকে নেমেছে প্রবল বৃষ্টি।
রাজধানীর রামপুরা, বাসাবো ও কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে দেখা যায়, হঠাৎ বৃষ্টি নামায় স্বস্তি নেমে এলেও রাস্তায় যাতায়াতরত মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেককেই আশ্রয় নিতে দেখা গেছে ফ্লাইওভার, ওভারব্রিজের মতো স্থাপনার নিচে।
তবে আকস্মিক বৃষ্টিতে ভোগান্তিতেও পড়েছেন অনেকে। কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল প্রকল্পের ব্রিজের নিচে বৃষ্টির কারণে আশ্রয় নেওয়া বেসরকারি চাকুরিজীবী শরিফুল হাসান বলেন, ‘প্রতিদিন ছাতা নিয়ে বের হলেও আজকে বাসা থেকে বের হওয়ার সময় ছাতা আনিনি। তীব্র এই গরমের মধ্যে বৃষ্টিতে স্বস্তি আসলেও চলাচলে অসুবিধা হচ্ছে।’