শরীয়তপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত আরও এক জনের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে। মৃতেরা হলেন—মো. তুহিন (৩০) ও ইব্রাহিম (২২)।
গতকাল বুধবার উপজেলার সিড্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মীর বাড়ির আব্দুল খালেক মীরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে নামার পরপরই দুজন মারা যান। বিষাক্ত গ্যাসে তাঁদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তুহিন ও ইব্রাহিম সেপটিক ট্যাংকে নামার পর দীর্ঘক্ষণ না উঠলে আবুল হোসেন নামে আরও একজন সেখানে নামেন। তাঁকেও উঠে আসতে না দেখে স্থানীয়রা ঘটনা আন্দাজ করতে পারেন। পরে আবুল হোসেনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। একই সঙ্গে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ডামুড্যা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নিশাত বলেন, ‘তুহিন ও ইব্রাহীমকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।’
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তদন্ত কর্মকর্তা সব কিছু খতিয়ে দেখছেন।’