শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
শরীয়তপুর-জাজিরা সড়কের ডোমসার ভাস্করদী মোড়ে আজ রোববার দুপুরে যাত্রীবাহী বাস, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মফিজ হাওলাদার (৫০) নামে এক নছিমনচালক নিহত এবং অপর ১০ জন আহত হয়েছেন।
নিহত মফিজ হাওলাদারের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার চরচিকন্দী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাঝিরঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শরীয়তপুর-জাজিরা সড়কের ভাস্করদী মোড়ে পৌঁছালে রাস্তা পশ্চিম দিকের ডোমসার থেকে আসা একটি দ্রুতগতির নছিমন এবং অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের সামনের চাকা দুমড়ে মুচড়ে যায় এবং নছিমন খালে পড়ে যায়। নছিমন চালক মফিজ হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ আহত হয়েছে ১০ জন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠালে পথে নছিমনচালক মারা যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।