শহরের রেলওয়ের সিগনালে ওভারপাস নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের সব শহরে রেলওয়ে সিগনালে যানবাহন ও মানুষ পারাপারে ওভারপাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন।
রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে একটি কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প। এ প্রকল্পটি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, সব শহরে রেলক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেলপথমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বিষয়েও বিশেষ নির্দেশনা দিয়েছেন। সিলেটসহ দেশের হাওর এলাকায় ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুনরায় মেরামত না করে উড়াল সড়ক ও সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বন্যার সময় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারের অনেক সড়ক কেটে ফেলতে হয়েছে। অনেক জায়গায় কিছু সড়ক ভেঙেও গেছে। তাই এসব ক্ষতিগ্রস্ত সড়কের জায়গায় নতুন করে সড়ক নির্মাণ না করে সেতু, উড়াল সড়ক অথবা কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ পানি চলাচলে যেন বাধা সৃষ্টি না হয়, সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।