শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় মাহবুব তালুকদার
তখন সন্ধ্যা। চারদিক থেকে ভেসে আসছে মাগরিবের আজান। ঠিক এমন একটি সময়ে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে চিরনিদ্রার জন্য নামানো হয় কবরে।
আজ শুক্রবার সন্ধ্যায় মাহবুব তালুকদারের দাফনের সময় সন্তান, স্বজন ও শত শত গুণগ্রাহী উপস্থিত ছিলেন রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
সাবেক এ কমিশনারের বড় মেয়ে আইরিন মাহবুবের ভাষায়, ‘কেমন অদ্ভুত এক পরিবেশ। চারিদিক থেকে আজানের শব্দ কানে ভেসে আসছে। মায়াময় পরিবেশ। এমন সময়ে আমরা আব্বার মরদেহ নামানো হচ্ছিল কবরে।’
আইরিন মাহবুব দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে পরপারে ভালো রাখেন।’
এর আগে শুক্রবার জুমার পরে মাহবুব তালুকদারের জানাজা সম্পন্ন হয়। বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর বায়তুল মোকাররমের পশ্চিম গেট থেকে দক্ষিণ গেটে নেওয়া হয় মাহবুব তালুকদারের লাশ। সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেক রাষ্ট্রীয় মর্যাদায় মাহবুব তালুকদারকে গার্ড অব অনার প্রদান করা হয়। তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গার্ড অব অনার প্রদান শেষে মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব বলেন, ‘আমার বাবা সব সময় গণমানুষের কথা বলে গেছেন। তিনি সব সময় ন্যায়ের পক্ষে থেকেছেন। আপনারা তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আব্বা যেন বেহেশতে থাকতেন পারেন।’
জানাজার আগে মাহবুব তালুকদারের একমাত্র ছেলে শোভন মাহবুব তাঁর বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আমার বাবা যদি কারও কাছে অন্যায় করে থাকেন, তাঁকে আপনারা ক্ষমা করে দেবেন।’