শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের মাথা খারাপ হয়ে গেছে : শামসুজ্জামান দুদু
বিএনপিসহ ৩৩টি দল শান্তিপূর্ণভাবে যুগপৎ আন্দোলন করছে। এতেই বর্তমান সরকারের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বর্তমান সরকার ১৪ এবং ১৮ সালের মতো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এই সরকার ক্ষমতা আসার আগে ১০ টাকা সের চাল খাওয়াবে বলে ওয়াদা করেছিল, ঘরে ঘরে চাকরি দেবে বলে ওয়াদা করেছিল যার একটিও তারা মানেনি ।
আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দুদু এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই মানববন্ধনের আয়োজন করে।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘যারা একসময় কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলনের নামে সারা বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করেছে। তখন বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। সে সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, তথাকথিত বামপন্থী সংগঠিত হয়ে এমন কোনো অপকর্ম নেই, এমন কোনো নাশকতা নেই তারা করেনি। এতে প্রমাণিত হয় তারা (আওয়ামী লীগ) যখন যেটা প্রয়োজন ক্ষমতার জন্য তখন সেটা করে। তাদের রাজনীতি হচ্ছে ক্ষমতার রাজনীতি।’
ক্ষমতাসীন দলকে উদ্দেশ্য করে আরো দুদু বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে যেরকম ভাবে গণতন্ত্রের কথা বলে এরকম গণতন্ত্রের কথা মনে হয় আর কেউ বলে না। ক্ষমতায় যাওয়ার পরে আগের সব কথা ভুলে যায়।’
এ সময় গ্রেপ্তার হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তি দাবি জানান শামসুজ্জামান দুদু। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তা প্রত্যাহার করার দাবিও জানান তিনি।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুকসহ ঢাকা উত্তর দক্ষিণ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।