শিক্ষানবিশ আইনজীবী রাজিব রিমান্ডে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠান থেকে গ্রেপ্তার শিক্ষানবিশ আইনজীবী শহিদুজ্জামান রাজিবকে (৩৪) দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ আসামিদের হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আরিফুল আলম অপু এই আবেদন করেন। বিচারক দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান চলছিল। যে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখান থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে শহিদুজ্জামান রাজিবসহ পাঁচজনকে আটক করেন আইনজীবী ও বারের স্টাফরা।
এ সময় রাজিবের কাছে থাকা ব্যাগ থেকে দুটি ছুরি ও সাদা কাপড় পাওয়া যায়। এরপর রাজিবসহ পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে বাকি চারজনকে ছেড়ে দিয়ে রাজিবের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন সুপ্রিম কোর্ট বারের স্টাফ রবিউল হাসান।