শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রকে গৌরবময় করুন : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যথাযথ শিক্ষা গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রকে গৌরবময় করে তুলতে ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর লক্ষীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মেয়র তাপস বলেন, ‘প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা। একদিন শয়নরত অবস্থায় নিজ ভাবনা নিয়ে তিনি তাঁর খাতায় লিখলেন—‘আমি শিক্ষা গ্রহণ করব, আমি নিজেকে তৈরি করব এবং হয়তোবা একদিন আমার সুযোগ আসবে।’ তিনি ঠিকই শিক্ষা গ্রহণ করেছেন, নিজেকে তৈরি করেছেন এবং তাঁর সেই সুযোগটাও একদিন আসল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ জাতিসত্তার একটি রাষ্ট্র গঠন করেছেন।’
মেয়র বলেন, ‘আপনারা অনেক স্বপ্ন নিয়ে ঢাকা মহানগর মহিলা কলেজে এসেছেন। স্বপ্ন বাস্তবায়নে আপনারা যথাযথ শিক্ষা গ্রহণ করবেন এবং সব ক্ষেত্রে নিজেদের তৈরি করবেন, প্রতিষ্ঠা করবেন। পিতা-মাতার স্বপ্ন পূরণ করবেন। তাদের গর্বিত করবেন। দেশপ্রেমে উদ্বেলিত হয়ে সমাজ এবং দেশকে গৌরবময় করে তুলবেন।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর তাহমিনা হকের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. গোলাম রসুলের সঞ্চালনায় নবীব বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সচিব আকরামুজ্জামান বক্তব্য দেন।