শিমুলিয়া ঘাটে যানবাহনের জট, কমেছে ফেরির সংখ্যা
দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার খ্যাত শিমুলিয়া ঘাটে ফেরিতে যানবাহন পারাপারে রয়েছে জট।
আজ বুধবার সকাল থেকে ঘাট এলাকায় যানবাহনের চাপ লক্ষ করা যায়। ড্যাম বা টানা, রোরো ফেরি চলাচল না করায় মাঝারি সাইজের মাত্র পাঁচটি ফেরি দিয়েই যানবাহন পারাপার হচ্ছে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে। তাই ঘাটের পার্কিং ইয়ার্ডসহ মহাসড়কের পাশে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়েত আহমেদ জানান, আজ সকাল ঘাট এলাকায় যানবাহনের চাপ রয়েছে। আগে সব সময় যেখানে ১৭টা ফেরি চলত, এখন সেখানে চলছে মাত্র পাঁচটি ফেরিতে চাপ তো থাকবেই। তবে ঘাট এলাকাতে দেড়শ ছোট গাড়ি এবং ২০০ পণ্যবাহী ট্রাক রয়েছে। মহাসড়কে কী পরিমাণ গাড়ি আছে, তা আমার জানা নেই। সকাল থেকেই পণ্যবাহী পচনশীল এবং অতি গুরুত্বপূর্ণ ট্রাক প্রতিটা ফেরিতেই একটি বা দুটি করে দেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ ট্রাফিক) শাহাদাত হোসেন জানান, ৮৭টি লঞ্চ চলছে। তবে লঞ্চের যাত্রী পরিবহণ স্বাভাবিক। ঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্যবিধির ব্যাপারে জোরালো নজরদারি চলছে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জাকির হোসেন জানান, রাতে যেসব ট্রাক এসেছে ওইগুলোকে মহাসড়কের পাশে অপেক্ষা করতে হচ্ছে। তাদের বলা হয়েছে, আরিচা ঘাট দিয়ে পারাপার হতে। নৌমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিমুলিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে।