শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু, পারাপারের অপেক্ষায় আড়াই শতাধিক যানবাহন
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে আড়াই শতাধিক ছোট-বড় যানবাহন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, আজ দুপুর ১২টার দিকে বৈরী আবহাওয়া কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিকেল ৩টার দিকে আবহাওয়া অনুকুলে এলে ঘাট থেকে ফেরি ছেড়ে যায়। তবে ঘাট এলাকায় আড়াই শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যায় বেশি।
পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী আজমির আক্তার জানান, তিনি পদ্মা পাড়ি দিয়ে বরিশাল যাবেন। মগবাজার থেকে এসেছেন সিএনজিতে করে ঘাট এলাকায়। ঘাটে এসে যানবাহনের এবং যাত্রীর চাপে ফেরিতে উঠতে পারেননি। অপেক্ষা করতে হয়েছে। পরে আবহাওয়া খারাপের জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এখন ফেরি চলাচল শুরু হলে পদ্মা পাড়ি দিবেন।
মো. মোহসিন যাবেন ফরিদপুরের ভাঙ্গায়। এসেছেন মোটরসাইকেলে করে যাত্রাবাড়ী থেকে। আবহাওয়া খারাপ তাই ফেরি চলাচল বন্ধ ছিল। এখন আবহাওয়া ভালো। ফেরি চলাচল শুরু হয়েছে। এখন ফেরিতে উঠব। তবে পদ্মায় বড় বড় ঢেউ রয়েছে।