শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পণ্যবাহী গাড়ির সঙ্গে যাত্রী পারাপার
সরকারঘোষিত কঠোরতম বিধিনিষেধে বন্ধ রয়েছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ চলাচল। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় প্রতিটি ফেরিতেই জরুরি পণ্যবাহী ট্রাকসহ যাত্রী পারাপার করা হচ্ছে। আজ শুক্রবার বাংলাবাজার ফেরিঘাটে এমন চিত্রই দেখা গেছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, কঠোরতম বিধিনিষেধের কারণে এ রুটে আজ সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরিতে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ জরুরি গাড়ি পারাপারের কথা থাকলেও সকাল থেকেই প্রতিটি ফেরিতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীরা পারাপার হচ্ছে।
তবে ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, গতকাল বৃহস্পতিবার রাতে আটকেপড়া কিছু প্রাইভেটকার, মাইক্রোবাসই পারাপার করা হচ্ছে।
এ ছাড়া ঘাটের টার্মিনালে যাত্রীবাহী ৫০টি বাস রয়েছে যা পার করা হচ্ছে না বলেও ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলাবাজার ফেরিঘাটে দায়িত্ব পালনরত মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ‘আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় ৩০০ পুলিশ মোতায়েন রয়েছে। তা ছাড়া মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’