শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু
পদ্মা নদীতে তীব্র স্রোত ও পদ্মাসেতুর নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেরি ‘কুঞ্জলতা’ শিমুলিয়া ফেরিঘাট থেকে সাতটি ছোট-বড় যান ও ২৫টি মোটরসাইকেল নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ফয়সাল আহমেদ জানান, ১৫ দিন বন্ধ থাকার পর আজ আবারও পরীক্ষামূলক ফেরি চলাচল করেছে। সফল হলে সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। ফেরিতে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিটিএ বাংলাদেশ সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষের যৌথ একটি কমিটি ছিলেন। তাদের পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত হবে ফেরি চলবে কি চলবে না। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ঘাট এলাকায় ফেরি চলাচলের জন্য প্রস্তুত রয়েছে।