শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধি অর্থনীতিকে অস্থির করবে : এলডিপি
শিল্পখাতে আরও এক দফা গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
আজ বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপির নেতারা এ কথা বলেন।
বাংলাদেশ এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ‘ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে বিদ্যুতের পর এবার শিল্পখাতে আরও এক দফা প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির’ সরকারি ঘোষণার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানান।
বিবৃতিতে বাংলাদেশ এলডিপির দুই শীর্ষনেতা বলেন, ‘ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা জনজীবন দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিয়ে বিদ্যুৎ ও গ্যাসের দামবৃদ্ধি করা হয়েছে। এর ফলে সর্বত্র উৎপাদন খরচ বাড়বে। ওই বাড়তি দামও সাধারণ মানুষের পকেট থেকে তুলে নেওয়া হবে।’
বিবৃতিতে বলা হয়, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতি রোধে ব্যর্থ হয়ে এখন সাধারণ মানুষের পকেটে হাত দিতে শুরু করেছে। দেশ পরিচালনায় ব্যর্থ এই দলটি দফা দফায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে মূলত মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত কাজ করাই এখন তাদের নিয়মে পরিণত হয়েছে।’
অনতিবিলম্বে গ্যাসের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশ এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘দেশের মানুষ আর এই ব্যর্থ দলটিকে ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে তাদের পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’