শেখ হাসিনার গাড়িবহরে হামলা : দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী দিন ১৯ জুলাই ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন শহিদুল ইসলাম নামে একজনের সাক্ষ্য নিয়ে পরবর্তী দিন ধার্য করেন আদালত।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ দ্বিতীয় দিন জেলার কলারোয়া এলাকার শহিদুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন। আসামি জাবিদ হাসান লাকি অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত ছিলেন। পরে আদালত আগামী ১৯ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় করা মামলায় আসামিপক্ষের আইনজীবী আব্দুল মজিদ বলেন, ‘৪০ জন আসামির মধ্যে জাবিদ হাসান লাকী অসুস্থ থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। আমরা সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানোর আবেদন করেছিলাম। শহিদুল ইসলামের দেওয়া সাক্ষ্যে জেরা করা থেকে বিরত ছিলাম।’