শেরপুরের ৩ উপজেলা ভূমি-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
শেরপুরের তিন উপজেলাকে আগামী ২২ মার্চ (বুধবার) ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ সোমবার (২০ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জানানো হয়, নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতী উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। জেলার নালিতাবাড়ী উপজেলায় ৪৭৫টি নকলায় ১৭৫টি ও ঝিনাইগাতীতে ৭৫টিসহ মোট ৭০০ ঘর উদ্বোধনের মাধ্যমে জেলার এ তিন উপজেলাকে আগামী বুধবার (২২ মার্চ) ভূমি ও গৃহহীন মুক্ত বলে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ পর্যন্ত জেলার আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় প্রথম থেকে চতুর্থ পর্যায়ে এক হাজার ৮৭০টি গৃহহীন তৃণমূল প্রান্তিক পরিবারকে পুনর্বাসিত করার পরিকল্পনা রয়েছে। এসব ঘর নির্মাণে প্রায় তিন লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।