শেরপুরে আড়াইশ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক প্রবাসী বাংলাদেশির সহায়তায় খাদ্যসামগ্রী পেল আড়াইশ অসহায় পরিবার। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের জিদনী মডেল স্কুল চত্বরে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামে একটি সংগঠনের ব্যবস্থাপনায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, আমেরিকার নিউজার্সিতে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার আড়াইশ দরিদ্র পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি ও চিনি।
বিতরণকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাম ও ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।