শেরপুরে জমেছে ঈদের কেনাকাটা, বালাই নেই স্বাস্থ্যবিধির
করোনাকালেও শেরপুরের মার্কেট ও দোকানগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। লকডাউন কিংবা স্বাস্থ্যবিধির কোনো চিহ্ন শেরপুরের ঈদবাজারে নেই। জেলা শহর থেকে উপজেলা সব জায়গার চিত্র একই।
শহর ঘুরে দেখা যায়, দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মানার শর্ত থাকলেও মানছেন না কেউই। বেশিরভাগ দোকানিদের মুখে মাস্ক নেই। বেশিরভাগ ক্রেতা মাস্কবিহীন। সব মিলিয়ে স্বাস্থ্যবিধি রক্ষার বালাই নেই।
অন্যান্য স্বাভাবিক ঈদের মতই দোকানগুলোতে উপচে পড়ছে ভিড়। সকাল থেকে মধ্যরাত অবধি চলছে বেচাকেনা। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই হামলে পড়ছে ঈদের কেনাকাটায়।
জুতা, পোশাক আর কসমেটিকসের দোকানগুলোতে ক্রেতার উপচেপড়া ভিড় দেখা গেছে। সুযোগ বুঝে দোকানিরাও জিনিসপত্রের দাম রাখছে চড়া। লকডাউনে মাল আসছে না এমন অজুহাতে বাড়ছে জিনিসপত্রের দাম।
অবস্থা এমন দাঁড়িয়েছে প্রশাসনের তেমন করার কিছু থাকছে না। রাস্তায় পুলিশের চেকপোস্ট রয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, কিন্তু লাভ হচ্ছে না।