শেরপুরে জিংকসমৃদ্ধ ফসল চাষাবাদে কর্মশালা অনুষ্ঠিত
শেরপুরে জিংকসমৃদ্ধ ফসল চাষাবাদ বৃদ্ধির ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির আয়োজন করে হারভেস্ট প্লাস বাংলাদেশ।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুলতান আহাম্মদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হারভেস্ট প্লাস বিংগস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান খান।
কর্মশালায় জানানো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টি চাহিদা মেটাতে জিংকসমৃদ্ধ ফসলের বিকল্প নেই। এসব ফসলের মধ্যে রয়েছে ধান, গম ও মসুর ডাল।