শেরপুরে নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে ভুটানের রাষ্ট্রদূত
শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন করেছেন ভুটানের রাষ্ট্রদূত। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে আসেন রাষ্ট্রদূত রিচেন কুইনসটুল।
সম্প্রতি নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভুটান বাংলাদেশ থেকে তৈরি পোশাক নেওয়ার বিষয়ে চুক্তি করেছে। এ ছাড়া আগামীতে ভুটান থেকে নানা পণ্য বাংলাদেশে আসবে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে। স্থলবন্দর পরিদর্শনের পর বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন ভুটানের রাষ্ট্রদূত।
এ সময় বাংলাদেশ কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী, ভুটানের বাণিজ্যিক মন্ত্রণালয়ের কমিশনার কেনচো থাইলো উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীরা ভুটান থেকে পণ্য আমদানির পাশাপাশি প্লাস্টিক সামগ্রীসহ অন্যান্য পণ্য রপ্তানির ইচ্ছে প্রকাশ করেন।