শেরপুরে সাঈদ হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
শেরপুরে নিহত মেধাবী শিক্ষার্থী ও মানবাধিকারকর্মী আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহত আবু সাঈদের বোন তানজিনা আক্তার পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন।
ওই লিখিত বক্তব্যে জানানো হয়, ১১ জুন সন্ধ্যায় আবু সাঈদকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে তা সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। নিহত আবু সাঈদের সঙ্গে একজন মেডিকেল পড়ুয়া ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের কারণেই আতিক, জাকির, তরিকুলসহ বেশ কয়েকজন আবু সাঈদকে ডেকে নিয়ে হত্যা করে।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, এ ঘটনায় আদালতে সাতজনকে নামীয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযুক্ত করে মামলা করা হয়। আসামিরা বিভিন্ন প্রভাব খাটিয়ে মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। ফলে নিহতের পরিবার এখন বিচার নিয়ে শঙ্কিত।
সংবাদ সম্মেলনে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য পরিবারের পক্ষ থেকে দাবি জানান।
সম্মেলনে নিহত আবু সাঈদের পরিবারের সদস্য ছাড়াও মানবাধিকার সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।