শেরপুরে হঠাৎ পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
গত তিন দিনের ভারি বর্ষণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কয়েকটি গ্রাম পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। আজ বুধবার ঝিনাইগাতীর মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী সংলগ্ন গ্রাম এবং উপজেলা শহরের একাংশে পানি প্রবেশ করে। বিকেলে শহর থেকে পানি নেমে গেলেও নিম্নাঞ্চল থেকে পানি নামেনি।
ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া ও দিঘির পাড় এলাকার বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গিয়ে ঢলের পানিতে এলাকাগুলো প্লাবিত হয়েছে বলে জানা যায়।
এছাড়া শহরেও প্রবেশ করে ঢলের পানি। বিকেলের দিকে শহর থেকে ঢলের পানি নেমে যায়। তবে নিম্নাঞ্চলগুলো এখনো প্লাবিত।
আকস্মিক এই ঢলে উপজেলার রামের কুড়া, দিঘিরপাড়, খৈলকুড়া, পাগলার মুখ, সারিহারা, সারিকালি নগর, বনগাঁও, চতলসহ আরও কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় বসবাসরত মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ঢলের পানি দীর্ঘ সময় থাকে না। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বোঝা যাবে।