শেষ মুহূর্তের ঈদযাত্রায় চাপমুক্ত পাটুরিয়া
পাটুরিয়া ফেরি ঘাটে ২৬ জুনের আগে যানবাহনের জট লেগেই থাকত। লঞ্চঘাটেও থাকত উপচেপড়া ভিড়। ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে পার হতো লঞ্চ ও ফেরি। মাস দুয়েক আগে গত ঈদুল ফিতরেও ঘাট পার হতে যাত্রী ও পরিবহণকে অপেক্ষায় থাকতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। এবার পাল্টে গেছে পুরোনো সেই চিত্র। পদ্মা সেতু দিয়ে পরিবহণ চলাচল শুরু হওয়ায় পুরোপুরি চাপমুক্ত এই ফেরিঘাট। ঈদযাত্রার শেষ সময়েও নেই কোনো ভিড়।
আজ বাদে কাল ঈদ। পদ্মার এপাড়ে বসবাসকারীরা ঈদের আগের শেষ মুহূর্তে ফিরছেন নাড়ির টানে বাড়ি। নিজ জন্মভিটায় ফিরে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠবেন। সেজন্য পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে দেখা যাচ্ছে যাত্রীবাহী পরিবহণ, মাইক্রোবাস, প্রাইভেটকার। যদিও মোটরসাইকেল এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ায় নিষেধাজ্ঞা থাকায় তেমন দেখা মিলছে না এই যানবাহনের।
সরেজমিনে দেখা গেছে, ঘাটে পৌঁছেই পার হয়ে যাচ্ছে গাড়ি। এতে যাত্রীরা আছেন স্বস্তিতে। কোনো ভোগান্তি ছাড়াই নদী পার হতে পেরে খুশি তাঁরা। আনন্দিত এ পথের বাসচালকরাও।
যদিও ফেরি ঘাটে ভিড়লেই তাতে গাদাগাদি করে উঠছেন যাত্রীরা। বসছেন ফেরির রেলিংয়ে। দ্রুত বাড়ি ফিরতে চান—এমনটিই জানান তাঁরা।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, সকাল থেকেই ঘাট এলাকায় বাস, ট্রাক, প্রাইভেটকার ও অন্যান্য গাড়ির কোনো জটলা নেই। গাড়ি ঘাটে পৌঁছামাত্রই ফেরিতে উঠে নদী পার হয়ে যাচ্ছে।