শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির নেতারা। আজ মঙ্গলবার (২ মে) দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে ফুলেল শ্রদ্ধা ও দোয়া পাঠ করেন নেতারা।
এসময় উপস্থিত ছিলেন—জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে স্লোগান দিতে থাকেন ফুল দিতে আসা নেতারা।