সংকট এড়াতেই আইএমএফের কাছে ঋণ চেয়েছে সরকার : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ভবিষ্যতে সংকট এড়াতেই আইএমএফের কাছে অর্থ চেয়েছে সরকার। বাংলাদেশের সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে রাজি হয়েছে সংস্থাটি।
কৃষিমন্ত্রী আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান। সারের দাম, মজুদসহ সার্বিক বিষয়ে জানাতে কৃষি মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সারের দাম বৃদ্ধিতে কৃষি উৎপাদনে প্রভাব পড়বে না জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধির ফলে উৎপাদনে প্রভাব পড়বে না। সরকার ইউরিয়া সারের সুষম ব্যবহারের উপর গুরুত্বারোপ করে আসছে। কৃষকদের মধ্যে ইউরিয়া সার বেশি ব্যবহার করার প্রবণতা রয়েছে। ডিএপি সারে শতকরা ১৮ ভাগ নাইট্রোজেন বা ইউরিয়া সারের উপাদান রয়েছে। সে জন্য ডিএপির ব্যবহার বাড়িয়ে ইউরিয়া সারের অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার জন্য সরকার ডিএপি সারের মূল্য কমিয়েছে।
সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।