সংক্রমণ কমলে বইমেলার সময় বাড়তে পারে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, দিন দিন করোনা সংক্রমণের হার কমে আসছে। এ ধারা অব্যাহত থাকলে অমর একুশে বইমেলার সময় বাড়ানো হতে পারে।
আজ সোমবার বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কথা বলেন।
কে এম খালিদ বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। আশা করছি পরিস্থিতির উন্নতি হবে। আমরাও মেলার সময় বাড়াতে পারব।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, অমর একুশে বইমেলার ৩৮তম আসর আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। এদিন বিকেল তিনটায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য ৩৫টি প্যাভিলিয়ন। মেলার মূল আয়তন সাত লাখ বর্গফুট।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ প্রদান করা হবে।