সংসদ অধিবেশন বসছে কাল
একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে কাল। বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়।
সংবিধান অনুযায়ী এক অধিবেশনের পরবর্তী ৯০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। সেহিসেবে কাল থেকে বসতে যাচ্ছে ১৯তম অধিবেশনটি। যদিও এটি সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে।
এর আগে গত ৩০ জুন সংসদের ১৮তম এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের চতুর্থ কর্মদিবসে বর্তমান সরকারের চলতি মেয়াদের চতুর্থ বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।