সন্ত্রাসবিরোধী আইনে ছয় জঙ্গি পাঁচদিনের রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ছয় জঙ্গির পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ‘ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আসামিদের হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।’
জিআরও মাহমুদুর রহমান বলেন, ‘রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—সৌদি প্রবাসী দলনেতা আব্দুর রউফ, সাকিব, শামীম হোসেন, নাদিম শেখ, আবছার ও সাইদ উদ্দিন।’
মামলার নথি থেকে জানা গেছে, গতকাল রোববার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।