সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে মাঠে থাকবে আ.লীগ : শাজাহান খান
বিএনপির যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার দুপুরে মাদারীপুরে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাজাহান খান এ কথা বলেন। অনুভব বহুমুখী সমবায় সমিতির জেলার শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান ও আঞ্চলিক কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শাজাহান খান বিএনপির উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ সর্বদা মাঠে আছে, মাঠে থাকবে। কারণ, বিগত দিনে বিএনপি আন্দোলনের কথা বলে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তখন জনগণের শান্তিরক্ষা করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। আগামীতেও বিএনপি-জামায়াতের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলে তাদের প্রতিহত করতে মাঠে নামবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ দেশের জনসাধারণের দল, তাদের প্রয়োজনে মাঠে তো থাকবেই।’
মুন্সীগঞ্জে যুবদলনেতা নিহতের ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে শাজাহান খান বলেন, ‘বিএনপি বাঁশের মাথায় জাতীয় পতাকা টাঙিয়ে সংঘর্ষের জন্যই মাঠে আন্দোলন করছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন মারা গেছে। এতে আমরাও দুঃখিত।’
শাজাহান খান আরও বলেন, ‘আওয়ামী লীগও চায়, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন, মিছিল-মিটিং করুক। তারা যদি পুলিশের ওপর হামলা চালায়, তাহলে পুলিশ তো বসে থাকবে না। কাজেই সচেতনভাবে তারা তাদের দাবি করুক, তাহলে কেউ তাদের বাধা দেবে না।’
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক হিতেন চন্দ্র মণ্ডল। পরে শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট, আর্থিক অনুদান ও সনদপত্র দেওয়া হয়।