সব দলের অংশগ্রহণে নির্বাচনের আশা সিইসির
সব দলের অংশগ্রহণে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘আশা করি, নির্বাচন ইনক্লুসিভ হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এতে সকলেই আনন্দিত হব।’
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস পরিদর্শন ও জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইভিএম নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘আমি মাত্র দায়িত্ব নিয়েছি। সব বুঝে উঠতে পারিনি।’
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা। আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের চেষ্টা করব।’ তিনি বলেন, ‘শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, সব নির্বাচন সব দলের অংশগ্রহণে আয়োজনের চেষ্টা করব। আমাদের ওপর যে দায়িত্ব, তা আইন ও সংবিধান অনুযায়ী সবার সহযোগিতা নিয়ে সেই সংবিধান ও আইনের আলোকে সুন্দর নির্বাচন করার জন্য সাধ্যমত ও আন্তরিকভাবে চেষ্টা করব।’