সমগ্র জাতিকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করতে হবে : হুইপ স্বপন
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ের মতো সমগ্র জাতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী আদর্শে উদ্বুদ্ধ করে তাঁর নির্দেশিত মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে সুখি, সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বুধবার অনুষ্ঠিত বান্দরবান জেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ কথা বলেন।
হুইপ স্বপন বলেন, ‘নৈতিক মূল্যবোধ, ত্যাগের মহিমা, পরমতের প্রতি শ্রদ্ধাশীল ও দেশপ্রেমবিহীন কোনো নাগরিক যে পেশায়, যে পদেই অধিষ্ঠিত হোন না কেন, তাঁর দ্বারা মাটি ও মানুষের কোনো উপকার হয় না। বরং তিনি বোঝা হয়ে উন্নয়ন, অগ্রগতি ও মানবকল্যাণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এবং দেশ, সরকার, দল ও ধর্মের ক্ষতিসাধন করেন।’
‘বিজ্ঞ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলছে। কিন্তু, বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সন্ধানী, সুবিধাবাদী দেশপ্রেমহীন ব্যক্তিরা পদে পদে প্রতিবন্ধকতার সৃষ্টি করে চলেছে, প্রতিনিয়ত নেতিবাচক ঘটনার জন্ম দিয়ে জাতিকে লক্ষ্যভ্রষ্ট করছে, সরকারের সময় অপ্রয়োজনীয় খাতে ব্যয় করতে বাধ্য করছে’, যোগ করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
আবর্জনামুক্ত জনপ্রতিনিধি, জনপ্রশাসন তথা রাষ্ট্রযন্ত্র গড়তে বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শের পরম বিকাশ ঘটিয়ে দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলে জাতিকে ত্যাগ ও কল্যাণের মহিমায় ঐক্যবদ্ধ করতে মনোনিবেশ করার জন্য হুইপ স্বপন দলের তৃণমূলের প্রতি আহ্বান জানান।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে স্থানীয় বঙ্গবন্ধু পাঠাগার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা লক্ষ্মীপদ, আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, মজিবর রহমান বাহাদুর, ক্যৈ সা প্রু সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।