সমুদ্রে লঘুচাপ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর
দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অশনিতে। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি তার বর্তমান অবস্থান থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আর তা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে অশনি।
এখন পর্যন্ত লঘুচাপটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এর গতিপথ, শক্তি ও কোথায় আঘাত হানবে তা এখনি বলা যাচ্ছে না।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পরবর্তী নির্দেশনা পর্যবেক্ষণ করতে বলেছে আবহাওয়া অফিস। তবে, লঘুচাপটি প্রাথমিক অবস্থায় ও বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করায়, এখনো কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি।
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।