সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে না। কারণ এখান থেকে তারা ভাগ পায়। তাদের নেতারাও সিন্ডিকেট করে। সিন্ডিকেট করে সেখান থেকে তারা ভাগ খায়। আওয়ামী লীগ সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘শুধু চাল ডাল তেলের দাম কমালে হবে না। আমাদের জীবনকে জীবনের মতো করে চলতে দিতে হবে। আমাদের কথা বলতে দিতে হবে। লেখার স্বাধীনতা দিতে হবে। ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ও প্রশাসনকে জনগণের সেবক হতে হবে।’
ন্যায্যমূল্যে দ্রব্য কিনতে না পারার কারণ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এদেশের সব সম্পদকে লুট করে নেওয়ার জন্য তারা চতুর্দিকে ফাঁদ পেতেছে। ওই লুট করা টাকা তারা বিদেশে পাঠাচ্ছে। বিদেশে পাঠানো সেই টাকা নিয়ে তুলকালাম কাণ্ড চলছে সারা পৃথিবীজুড়ে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আসুন, এই সরকারকে বাধ্য করি, অবিলম্বে তাদের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরেপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নিরেপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
সাবেক এ কৃষি প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এখনও তিনি গণতন্ত্রের জন্য অসুস্থ অবস্থায় গৃহবন্দি হয়ে আছেন। আমাদের স্বপ্ন ভবিষ্যতের স্বপ্ন। যাকে সামনে রেখে একটা মুক্ত স্বাধীন দেশের স্বপ্ন দেখতে চাই। সেই তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, আমাদের ৬০০ নেতাকর্মী গুম করে রেখেছে, সহস্রাধিককে হত্যা করেছে, পঙ্গু করেছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন দড়ি ধরে টান মারতে হবে। খানখান করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।