সরকারি কোয়ার্টারে নুসরাতের লাশ, স্বামী রিমান্ডে
রাজধানীর আগারগাঁয়ের সংসদ সচিবালয় কোয়ার্টারে নুসরাত জাহানের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তাঁর স্বামী মিল্লাত মামুনের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত রিমান্ডের আদেশ দেন।
বিষয়টি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ আসাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) জামিল হোসাইন আসামি মিল্লাত মামুনকে হাজির করে সাতদিন রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
গত ১২ জুন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নুসরাত জাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই মিল্লাত মামুন পলাতক ছিলেন। তাঁরা কোয়ার্টারের একটি বাসায় সাবলেট ছিলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য নুসরাতের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা রত্নকান্তি রোয়াজা ওইদিনই শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, মিল্লাত মামুন নিজেকে বিসিএস ক্যাডারের কর্মকর্তা পরিচয় দিয়ে নুসরাত জাহানকে ২০১৯ সালে ফুঁসলিয়ে বিয়ে করে ধর্মান্তরিত করেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে মিল্লাত মামুন স্ত্রী নুসরাতকে শারীরিক, মানসিক আঘাত ও নির্যাতন করতেন। এসব ঘটনা নুসরাত তাঁর বাবাকে জানায়। মিল্লাত জুয়া, নেশা ও পরকীয়ায় আসক্ত ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর একটি দল মিল্লাত মামুনকে গ্রেপ্তার করে।