সরকারের আর কোনো অন্যায় বরদাশত করা হবে না : রসিক মেয়র
‘সরকারের আর কোনো অন্যায় বরদাশত করা হবে না’ বলে হুঁশিয়ারি দিয়ে রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘নজিরবিহীনভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। একধাপে জ্বালানি তেলের দাম এত বৃদ্ধি ইতিহাসে নেই।’
মেয়র বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে কৃষকরা সেচ দিয়ে ধান রোপণ করতে পারছে না। যেভাবে প্রতিটি দ্রব্যমূল্যের দাম বেড়েছে তাতে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে।’
মেয়র আরও বলেন, ‘জাতীয় পার্টি দেশের মানুষের বিরুদ্ধে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করবে। এভাবে চলতে থাকলে উৎখাত তো দূরের কথা, জনগণের আন্দোলনে পালানোর পথ খুঁজে পাবে না সরকার। পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে শেষ রক্ষা হবে না।’
আজ বুধবার দুপুরে নগরীর পায়রা চত্বরে জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থপাচারের প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ বক্তব্য দেন মেয়র।
এর আগে সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রোড ঘুরে পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।
এ ছাড়া বক্তব্য দেন জাপার জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহসভাপতি লোকমান হোসেন, মহানগর যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, যুবসংহতির মহানগর সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাদেরী শান্তি, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ প্রমুখ।