সরকারের হরিলুট ও দুর্নীতির কারণে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে : রিজভী
সরকারের হরিলুট ও দুর্নীতির কারণে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রব্যমূল্য উধূগতির প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের পর তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু নিম্ন ও মধ্যবর্তী মানুষ নয়, সরকারি ও বেসরকারি কর্মকর্তাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। আজকে সংবাদপত্রে আছে মা এসে লাইনে দাঁড়াচ্ছে, মেয়ের বিয়ে হয়েছে, সেও আরেক এলাকা থেকে এসে লাইনে দাঁড়াচ্ছে। এতে বোঝা যাচ্ছে, শুধু দুর্ভিক্ষের ছায়া না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।’
রিজভী বলেন, ‘এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সক্ষমতা সরকারের নেই। সরকার হরিলুট ও দুর্নীতির আদর্শে অনুপ্রাণিত।’
এ সময়ে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. সালাহ উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ অন্যান্য নেতাকর্মীরা।