সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায়
ওয়ান-ইলেভেন ও বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আপস না করায় জেনারেল মঈন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি শেষ করতে চেয়েছিলেন। আজকের সরকারও খালেদা জিয়াকে রাজনীতি থেকে অপসারণ করতে চায়। মঈন উদ্দিন আহমেদের কর্মসূচি বর্তমান সরকার পালন করছে। জেনারেল মঈন ছিলেন ভারতের সেবাদাস ও গণতন্ত্রবিরোধী। গায়ের জোরে তিনি দুটি বছর বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছিলেন। আইনের শাসনকে তছনছ করেছিলেন। সেগুলোর সবকিছুকে বৈধতা দিয়েছে বর্তমান সরকার।’
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম কবীর মুরাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
ওয়ান-ইলেভেনে মঈন উদ্দিন আহমেদ-ফখরুদ্দীন আহদের সঙ্গে আপস করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ দেশের প্রধানমন্ত্রী পদে থাকতেন বলেও মন্তব্য করেছেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, খালেদা জিয়াকে আমরা আপসহীন নেত্রী বলি। তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই তিনি আজকে কারাগারে আছেন। দীর্ঘ প্রায় তিনটি বছর তাকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে এই সরকার।
‘খালেদা জিয়া বলেছিলেন, ওরা (মঈন-ফখরুদ্দিন) আমার কাছেও এসেছিল। তারা যে অন্যায় করেছিল সংবিধানকে পদদলিত করে ওয়ান-ইলেভেন সৃষ্টি করেছিল, তাদের সঙ্গে খালেদা জিয়া কোনো আপস করতে রাজি হননি’, যোগ করেন শামসুজ্জামান দুদু।
কবির মুরাদের স্মৃতিস্মারণ করে শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়া যখন যেটা করেছেন, সেটারই স্বপক্ষে ছিলেন কবির মুরাদ। কোনো অবস্থাতেই তিনি নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাননি, যার কারণে অনেক সময় তার ওপর নির্যাতন নেমে এসেছিল।
সংগঠনের সভাপতি প্রফেসর ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. এমতাজ হোসেন, আবদুল্লাহিল মাসুদ, প্রফেসর ড. শফিকুল ইসলাম, এম জহীর আলী, প্রকৌশলী রুহুল আলম, মিলিমা রহমান মিলি, শহীদুল হক শহীদ, মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।